গণধর্ষণের শিকার সেই নারীর দায়িত্ব নিলেন এমপি একরামুল

সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীর যাবতীয় চিকিৎসা ব্যয়, পরিবারের পুনর্বাসন ও সকল আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। শুক্রবার বিকেলে একরামুল করিমের পক্ষ থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সেই নারীর সঙ্গে দেখা করে এই ঘোষণা দেন। এ সময় একরামুল করিম চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন জানান, এমপি একরামুল করিম চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা ও পুনর্বাসনের সার্বিক দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, এটা দলের কোনো বিষয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবেনা।

এ সময় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক মোজাম্মেল হক মানিক।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর সকালে ওই নারী একাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে গেলে নৌকার কয়েকজন সমর্থক তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তখন ধানের শীষে ভোট দেয়ার কথা বললে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় তারা ওই নারীকে ‘তোর কপালে শনি আছে’ বলে হুমকি দেন। পরে তিনি কেন্দ্র থেকে দ্রুত বের হয়ে বাড়ি ফিরে যান। ওইদিন রাতেই একই এলাকার ১০-১২ জন তাদের বাড়িতে এসে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে গণধর্ষণ করে।

 

টাইমস/জিএস 

Share this news on: