ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনায় নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নোয়াখালীর জেলা শহর মাইজদী বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, জুলাইয়ের অন্যতম শক্তি শরিফ ওসমান হাদির ওপর হামলা সন্ত্রাসীদের সুপরিকল্পিত ঘটনা। তাকে শেষ করে দিতেই তারা টার্গেট করে গুলি করেছে। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
বিক্ষোভে অংশ নেওয়া আরমান নামে একজন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ওসমান হাদী সম্মুখসারি থেকে নেতৃত্ব দিয়েছিল। গণঅভ্যুত্থান কে মন থেকে ধারণ করা ব্যক্তি ওসমান হাদি। তাকে হত্যার উদ্দেশে দিনেদুপুরে প্রকাশ্যে গুলি করে অপরাধীরা পালিয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।
মাজহারুল ইসলাম নামে অন্য একজন বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।