মার্কিন নৌবন্দরে ভয়াবহ আগুনে নিহত ৮

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি নৌবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আগুনে স্থানীয় টেনেসি নদীতে ভাসমান বেশ কয়েকটি নৌযান পুড়ে ছাই হয়ে গেছে। এসব নৌযানে অনেকে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৫টি নৌযান ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে পুলিশ।

স্কটবোরো শহরের জ্যাকসনপল্লীতে ওই নৌবন্দরে আগুনে কাঠের তৈরি পোতাশ্রয়ে অ্যালোমিনিয়ামের ডেকটি নদীতে ধসে পড়ে।

এ সময় বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। এ সময় অনেকেই আতঙ্কে নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যান্ডি গ্রাহাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কোনো নৌযানের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

 

টাইমস/এইচইউ

Share this news on: