গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলা বহুমুখী (মাল্টিডিসিপ্লিনারি) মেডিকেল বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা হস্তক্ষেপ করা হবে না, পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসাই চলবে।
শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসক বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে শনিবার সকালে মাল্টিডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বৈঠক করে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রোগীর সার্বিক অবস্থা, নিউরোলজিক্যাল ইনজুরি এবং বর্তমান চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে।
বৈঠকের পর মেডিকেল বোর্ড জানায়, রোগীর অবস্থা বর্তমানে স্ট্যাটিক, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালানো হচ্ছে, নতুন কোনো সার্জিক্যাল হস্তক্ষেপ এখন করা হবে না।
চিকিৎসকরা আরও জানান, গুরুতর ব্রেন ইনজুরির কারণে রোগীর অবস্থা এখনও অত্যন্ত সংবেদনশীল। যেকোনো মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাই রোগীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
টিজ/টিএ