হাদি তুই তো এমপি-মন্ত্রীর চেয়েও অনেক বড় : মাহমুদা মিতু

গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঝালকাঠি-১ আসন থেকে এনসিপির সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু। দিনকয়েক আগেই বেইলি রোডে ওসমান হাদির সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিনের স্মৃতি তুলে ধরেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। সে সময় থেকে তার মানসিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি।

তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত হাদি এসিস্টেড ভেন্টিলেশনে, তার মানে সে নিজে থেকে শ্বাস নিচ্ছে ব্যাপারটা এমন না। সে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করছে আর মেশিন সেই শ্বাসকে সাপোর্ট দিচ্ছে।’

‘২.৪৪ এ বাসা থেকে বের হইছিলাম জাস্ট এক সেকেন্ডে দৌড় দিছি একটা ব্যাটারি রিক্সা নিয়ে। এক ইঞ্চি জ্যাম ছিলো না তারপর ও মনে হচ্ছিলো মালিবাগ থেকে ঢাকা মেডিকেল যেন হাজার মাইল, রাস্তা যেন শেষ হচ্ছেনা। সেই থেকে হাদির সাথেই গিয়ে দেখি কার্ডিয়াক এরেস্ট; অলরেডি সিপিআর দিয়েও রেগুলার পালস পায় আসে নি তখন। পিপল মিড ডায়েলেট দেখেছি। তারপর জাহিদ স্যার আহাদ সহ নিউরোলজি, ইএনটি, থোরাসিক সব টিম আসলো ওটি হলো এর মাঝখানে অনেক কিছু।’

‘হাদির স্কালের এক সাইডের হাড় খুলে ডিকম্প্রেশন করার সাথে সাথেই স্পন্টেনিয়াস শ্বাস নেওয়া প্রথমে শুরু করে, ব্রেইনের ভিতরে রক্তক্ষরণ হয়ে ভেতরের চাপে ব্রেইন টাইট হয়ে ছিলো। তারপর আরো কথা লিখতে ইচ্ছা করছেনা। সব লেখা উচিত ও না হয়তো। (কাল থেকে শত শত মানুষ আমাকে ফোন দিয়েছেন আপডেট জানার জন্য।)’

‘তারপর হাদিকে প্রোটোকলসহ এভারকেয়ারে নেয়া হচ্ছিলো আমি আহাদ, জারা, সালমান সামনের গাড়িতে, পিছনে এম্বুলেন্স- আমি কাউকে বোঝাতে পারবো না ওই মূহুর্তে আমার কেমন লাগছিলো। জারা বার বার আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে।’

‘বার বার মনে বলছিলাম, কিরে ভাই এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটকল? এইভাবে সবাইকে হারিয়ে দিলি? হাদি দেখ, তোরে প্রোটকল দিয়ে নিয়ে যাচ্ছে, হাদি দেখ তোর জন্য বাংলাদেশের রাস্তা খালি করে রাখা হইছে যাতে এক সেকেন্ড জ্যাম না লাগে, হাদি তুই তো এমপি-মন্ত্রীর চেয়েও অনেক বড়। ভিআইপিদের জন্য যখন রাস্তা খালি করা হয় মানুষ গালাগালি করে তোর জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘণ্টা জ্যামে পড়ে থাকতে রাজী আছে হাসিমুখে। হাসপাতালের দুই পাশে এম্বুলেন্স বের হওয়ার সময় যেভাবে আল্লাহু আকবর ধ্বনি আসছিলো। আমি কি লিখছি জানি না আমার দুনিয়া অন্ধকার হয়ে গেলো।’

‘২৪ নভেম্বর দেখা হলো, কি দরদ মিতু আপুর প্রতি। আমি সেদিন নান্নু ভাইর জন্য খাবার কিনছিলাম, ওরে দুইটা মোমো কেন খাওয়াইলাম না। আমাদের এতো তাড়া থাকে কেন? ওর কানে কানে একটা কথাও বলছিলাম। আমার বর হাদিকে টাকা পাঠাতে চাইলো আর পাঠানো হলো না কেন? আমাদের এতো কিসের তাড়া? মেয়েরা স্কুলের সামনে হাদিকে দেখছে, ছোট মেয়েটা বলছিলো আমি বড় হলে হাদিকে ভোট দিবো, আমি এই কথা ওরে জানাই নাই। মানুষ মরণাপন্ন হলেই আমাদের এতো মায়া জেগে ওঠে, এর আগে কেন মনে রাখিনা, কেন মনে রাখিনা আমরা কেউ থাকবোনা আজীবন? ওর প্রোফাইলে আমার ছবিটা আমার পুরো পৃথিবী অন্ধকার করে দিয়ে গেলো । আল্লাহ আমার সমস্ত শক্তি শেষ..’

‘বাংলাদেশের লাল পতাকাটার মাঝে একটা গুলি করে গেলো। আমি বোধহয় আর সোজা হয়ে দাঁড়াতে পারবোনা। পাশে তো অনেকগুলো খাওয়ার স্টল ছিলো, আমার এখন কেন মনে পড়লো? তোরে আমি কিছু খাইতে সাধি নাই কেন? বাসায় গিয়েই আবার ছবিটা আপলোড দিলি... আমার মাথা আর কাজ করছে না।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
হাদিকে নিয়ে জ্বালাময়ী বার্তা চিত্রনায়িকা চমকের Dec 13, 2025
img
ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে সর্বাত্মক অংশ নেবে বিএনপি: সালাহউদ্দিন Dec 13, 2025
img
গোপনে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন Dec 13, 2025
থালাইভার ৭৫ বছরে রজনীকান্তের জীবন যেন সিনেমার গল্প Dec 13, 2025
২০২৬ বিশ্বকাপে ছয় আর্জেন্টাইন কোচ-বিশ্ব ফুটবলে চমক Dec 13, 2025
জাবি আলোনসো প্রশ্নে না গিয়ে বার্সাকেই প্রাধান্য ফ্লিকের Dec 13, 2025
ম্যানচেস্টার ইউনাইটেডের ঋণ এক বিলিয়ন ডলার ছুঁয়েছে Dec 13, 2025
যে ৩ জন মানুষ আল্লাহর রহমত পাবে না | ইসলামিক জ্ঞান Dec 13, 2025
ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য শিবির ও ডাকসুর পক্ষ থেকে কী কী থাকছে? Dec 13, 2025
নবীরা যেভাবে শত্রুদের মুকাবিলা করতেন | ইসলামিক জ্ঞান Dec 13, 2025
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হলেন ইরাকের বারহাম সালিহ Dec 13, 2025
হাদির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে যা বললেন মঞ্চ২৪ এর আহবায়ক Dec 13, 2025
img
দিল্লিকে হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি Dec 13, 2025
img
জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখতে দলগুলোর ঐক্যের ডাক Dec 13, 2025
img
ফকির-মিসকিন-বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে : ফুয়াদ Dec 13, 2025
img
জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান Dec 13, 2025
img
ওসমান হাদিকে নিয়ে তাসরিফ লিখলেন কবিতা Dec 13, 2025
img
রুনা-জয়া এভাবে ছবি না তুললেও পারেন: ফারজানা চুমকি Dec 13, 2025
img
না ফেরার দেশে ‘দ্য মাস্ক’-এর অভিনেতা পিটার গ্রিন Dec 13, 2025
img
ইনশাল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি : আসিফ নজরুল Dec 13, 2025