টলিউডের অন্যতম সফল পরিচালক এবং প্রযোজক রাজ চক্রবর্তী, যিনি নিজের ব্যক্তিগত জীবনেও শুভশ্রী গাঙ্গুলীর সাথে এক সুখী দাম্পত্যের উদাহরণ তৈরি করেছেন, সম্প্রতি প্রেম ও সম্পর্কের এক গভীর সংজ্ঞা তুলে ধরলেন। তিনি সিনেমার তথাকথিত রোমান্স আর বাস্তবের প্রেমের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিলেন।
রাজ চক্রবর্তী বলেন, প্রেম শুধু “আমি তোমাকে ভালবাসি” নয়…হাত ধরে ঘুরে বেড়ানোও নয়...!
তিনি বিশ্বাস করেন, কেবল মুখে বলা বা অকারণে ঘোরাঘুরির নাম ভালোবাসা নয়। তাঁর মতে, প্রেম মানে সম্মান, ভরসা, সুখ দুঃখের ভাগাভাগি আর বন্ধুত্ব।
এই উক্তির মাধ্যমে রাজ বোঝাতে চেয়েছেন যে, একটি সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্ব। একে অপরের সুখ-দুঃখে পাশে থাকা এবং বিশ্বাস বজায় রাখাই হলো প্রকৃত প্রেম। আজকের ঠুনকো সম্পর্কের যুগে রাজের এই পরিণত বার্তা তরুণ প্রজন্মের জন্য সম্পর্ক টিকিয়ে রাখার এক বড় শিক্ষা।
পিএ/টিএ