বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাময়ী অভিনেত্রী কাজল, যিনি নিজের কেরিয়ারের শুরু থেকেই ভিন্ন ধারার চরিত্র এবং স্পষ্ট বক্তব্যের জন্য পরিচিত, সম্প্রতি সাফল্য এবং ভাগ্য নিয়ে তাঁর নিজস্ব দর্শন তুলে ধরেছেন। তিনি মনে করেন, ভাগ্য নয়, মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে।
কাজল বলেন, "আমি ভাগ্যে বিশ্বাস করি না।"
কেন তিনি ভাগ্যে বিশ্বাস করেন না? তাঁর মতে, "সঠিক ফল আনে, কঠোর পরিশ্রম আর নিষ্ঠা।" অভিনেত্রী মনে করেন, জীবনে যা কিছু ভালো বা খারাপ আসে, তা মূলত তাঁর নিরলস পরিশ্রম এবং কাজের প্রতি তাঁর নিষ্ঠার ফল। ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে কিছুই অর্জন করা যায় না।
তিনি আরও স্পষ্ট করে দেন, "ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে কিছুই মিলবে না।" কাজলের এই দৃঢ় এবং বাস্তববাদী মানসিকতা প্রমাণ করে যে, তিনি ভাগ্যকে দোষ না দিয়ে বা তার ওপর নির্ভর না করে, নিজের হাতে নিজের ভাগ্য গড়তে বিশ্বাসী। তাঁর এই বার্তাটি অগণিত তরুণ প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা।
আইকে/টিএ