ভারতে করোনাভাইরাস শনাক্ত : চীন ফেরত ছাত্র হাসপাতালে

নভেল করোনাভাইরাসের সংক্রমণে চীনে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। এরই মধ্যে দেশটিতে প্রায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭১ জন। এছাড়া দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। এবার ভারতের কেরালায় শনাক্ত করা হয়েছে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন ছাড়া বিশ্বের ১৯টি জায়গায় অন্তত ৯১ জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি চীনের হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি সম্প্রতি চীন থেকে ভারত ফিরেছেন।

এদিকে বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কেরালায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে হাসপাতালে পৃথক অবস্থায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৭০

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ