রমজান উপলক্ষে ৩০ হাজার টন পেয়াঁজ আমদানি করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

পবিত্র রমজান মাসে জনগনের চাহিদা পুরনের জন্য আরও ৩০ হাজার টন পেয়াঁজ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন বৃদ্ধি না পায় সেজন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

শুক্রবার দুপুরে রংপুর নগরীর শালবন এলাকায় নিজের বাসভবনে সাাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ৩০ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য ২/১ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। পেয়াাঁজের দাম যেন না বাড়ে সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারাদেশে এই পেঁয়াজ বিক্রি করা হবে।

মন্ত্রী আরও বলেন, কতিপয় অতি মুনাফালোভী সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। রমজান মাসে এই ঘটনা বেশি ঘটে। কিন্তু এবার সরকার নজরদারি করছে। রমজান মাসে যারা দ্রব্যমুল্যের দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এসময় রমজান মাসের প্রস্তুতির খবর জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজান উপলক্ষে ৩০ হাজার টন ভোজ্য তেল, বিপুল পরিমাণ ছোলা (বুট) ও চিনি আমদানি করা হবে। এসব সামগ্রী রমজান মাস শুরু হওয়ার ১৫ দিন আগে দেশে চলে আসবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ