হরতালের পর বিক্ষোভের ডাক দিল বিএনপি

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিলের দাবিতে রাজধানীতে রোববার হরতাল পালন করেছে বিএনপি। এবার একই দাবিতে আগামী মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

রবিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বিএনপি।

রোববার হরতাল পালন শেষে বিএনপি মহাসচিব জানান, মঙ্গলবার বিক্ষোভের পাশাপাশি সিটি নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। ওইদিন (মঙ্গলবার) বিক্ষোভের পর আমরা নতুন কর্মসূচি ঘোষণা করবো।



টাইমস/এসএন/এইচইউ

Share this news on: