করোনাভাইরাস: নোয়াখালীর হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড

করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার ৯টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. খলিল উল্যাহ জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মেডিসিন বিভাগের প্রফেসর ডা. আবদুল হালিমের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, জেলার ৯টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড এ ২/৩টি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: