পোরান-কাপালি জুটিতে লড়াকু পুঁজি সিলেটের

শুরু থেকেই ব্যাটনম্যানদের আসা যাওয়ার মিছিলে শক্ত হাতে দলের হাল ধরেন নিকোলাস পোরান ও অলোক কাপালি। তাদের ব্যাটে ভর করেই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১২৮ রানের টার্গেট দিয়েছে সিলেট সিক্সার্স।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন কুমিল্লা অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে আগে ব্যাট করতে নামে সিলেট। মিরপুরের রহস্যময় উইকেটে বল কখনো লাফিয়ে উঠছে, কখনো বসে যাচ্ছে। মাঝে মধ্যে স্কিড করছে, বাড়তি গতি যোগ হচ্ছে। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ানস বোলারদের বল পড়তেই পারেননি সিলেট সিক্সার্স ব্যাটসম্যানরা।

মেহেদি হাসানের বলে লিটন কুমার দাস আউট হলে শুরুতেই বিপদে পড়ে সিলেট সিক্সার্স। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন ডেভিড ওয়ার্নার। ফেরার আগে ১৪ রান করেন সিলেট অধিনায়ক। এরপর খেলা ধরার চেষ্টা করেন আফিফ হোসেন। তবে ক্রিজে স্থির ছিলেন না। এর খেসারত গুনে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন তিনি।

বিপর্যয়ে দলের হাল ধরেন নিকোলাস পুরান ও অলোক কাপালি। আউটের আগে ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন পোরান। গুরুত্বপূর্ণ ১৯ রান করেন অলোক কাপালি।

অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানের হয়ে দুটি করে উইকেট লাভ করেছেন মোহাম্মদ শহিদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদী হাসান।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ