ময়মনসিংহ বিভাগ থেকে মন্ত্রী হচ্ছেন যারা

নতুন মন্ত্রিসভায় ৪৭ জন স্থান পাচ্ছেন।এর মধ্যে প্রধানমন্ত্রী বাদে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী থাকছেন। সোমবার তারা শপথ নিবেন। শপথ নেওয়া জন্য ইতোমধ্যে তারা টেলিফোনে ডাক পেয়েছেন।

এদের মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ বিভাগ থেকে মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন পাঁচজন। তারা হলেন-

১। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (পূর্ণ মন্ত্রী) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নেত্রকোনার মোস্তাফা জব্বার (টেকনোক্র্যাট)

২। মৎস্য ও প্রাণিসম্পদ (প্রতিমন্ত্রী) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নেত্রকোনা-২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু।

৩। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ (প্রতিমন্ত্রী) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জামালপুর-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মো. মুরাদ হাসান।

৪। সমাজকল্যাণ (প্রতিমন্ত্রী) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ময়মনসিংহ-২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য শরীফ আহমেদ।

৫। সংস্কৃতি (প্রতিমন্ত্রী) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ময়মনসিংহ-৫ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য কে এম খালিদ।

 

টাইমস/এইচইউ

Share this news on: