সেঞ্চুরিতে বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন রাঙানোর পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। জয়পুরে অনুষ্ঠিত মুম্বাইয়ের এলিট পর্বের ম্যাচে উত্তরাখণ্ডের বিপক্ষে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছেন ভারতের অভিজ্ঞ ওপেনার। শুক্রবারের এই ম্যাচে ডানহাতি পেসার দেবেন্দ্র বোরার করা প্রথম ওভারের শেষ বলে ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দেন রোহিত।
ক্যাচটি ধরেন জগমোহন নাগরকোটি।
প্রথম চেষ্টায় বল ফসকে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় ক্যাচটি সম্পন্ন করেন তিনি। ফলে দারুণ প্রত্যাবর্তনের পরই বিব্রতকরভাবে ইনিংস শেষ করতে হয় মুম্বাই অধিনায়ককে।
এই আউট হওয়া আরো বেশি আলোচনায় এসেছে কারণ মাত্র কয়েক দিন আগেই বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন রোহিত। ওই ম্যাচে তিনি ৯৪ বলে ১৫৫ রান করেন এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০-এর বেশি রানের ইনিংসের সংখ্যায় অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসান।
দীর্ঘদিন পর ঘরোয়া একদিনের ক্রিকেটে ফিরেছেন রোহিত। তার আগে সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে এই টুর্নামেন্টে খেলেছিলেন তিনি।
টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনো ভারতের নির্বাচকদের ভাবনায় রয়েছেন রোহিত।
আরআই/এসএন