প্রতিভার কোনো বয়স হয় না, তা মাত্র ১৪ বছর বয়সেই প্রমাণ করে দিচ্ছেন বিহারের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাঠে তার বিস্ফোরক ব্যাটিং যেমন নজর কাড়ছে, তেমনি মাঠের বাইরেও মিলছে সর্বোচ্চ স্বীকৃতি। আজ রাজধানী নয়াদিল্লিতে ভারতের শিশুদের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার’ পাচ্ছেন বৈভব।

বুধবার দিল্লিতে পৌঁছানো বৈভবকে আজ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এরপর তার সঙ্গে অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই বিশেষ সাক্ষাৎ আয়োজন করা হয়েছে।
তবে এই সম্মান গ্রহণের জন্য একটি বড় ত্যাগও স্বীকার করতে হচ্ছে বৈভবকে। পুরস্কার অনুষ্ঠানে অংশ নেওয়ায় তিনি চলমান বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলোতে খেলতে পারছেন না।
একজন তরুণ ক্রিকেটারের জন্য মাঠের বাইরে থাকা নিশ্চয়ই কঠিন, কিন্তু জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি খুব কমজনেরই ভাগ্যে জোটে।
সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্সেই আলোচনায় উঠে আসেন বৈভব। অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে মাত্র ৮৪ বলে ১৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। এই বিধ্বংসী ব্যাটিংয়ে ঘরোয়া ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়ে নিজের নাম স্থায়ী করে নেন কিশোর এই ব্যাটার।
ভারতের প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার দেশটির শিশুদের (৫ থেকে ১৮ বছর বয়সী) সর্বোচ্চ বেসামরিক সম্মান। প্রতি বছর সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা ও ক্রীড়ায় বিশেষ বিশেষ কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
এসকে/এসএন