চীনে মাস্ক-গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে বিপর্যস্ত চীনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তার জন্য মাস্ক, গ্লাভস, গাউন, ক্যাপ ও স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পাঠাচ্ছেন তিনি। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং বরাবর চিঠিও লিখেছেন শেখ হাসিনা।

রোববার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে ওই চিঠি ও স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ তার বন্ধুপ্রতীম রাষ্ট্র চীনের পাশেই আছে। যেকোনো পরিস্থিতিতে সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি বলেন, বাংলাদেশ সরকারের ভূমিকায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তারা যে চিঠি দিয়েছে তাতে আমরা সান্ত্বনা পাচ্ছি।

এসময় তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য বাংলাদেশকে ৫০০ কিট দেয়ার কথা ঘোষণা করেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ