চট্টগ্রাম সিটিতে ভোট ২৯ মার্চ, একই দিনে বগুড়া-যশোরে উপনির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। একই দিন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। চসিকে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। অন্য দুই সংসদীয় আসনে ভোট হবে কাগজের ব্যালটে।

রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ। ভোটগ্রহণ ২৯ মার্চ। ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: