নেত্রকোনায় কিডনি পাচার চক্রের সদস্য আটক

নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে কিডনি পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে উপজেলার হিরনপুরের বাঘরা এলাকা থেকে নাজিম উদ্দীন (৩৮) নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।

নাজিম উদ্দীন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চানখলা গ্রামের উমেদ আলীর ছেলে। তিনি ঢাকায় সোয়েটার কোম্পানিতে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ওসি শাহনুর-এ আলম জানান, আটক কিডনি পাচারকারী নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে এলাকায় দরিদ্র-ঋণগ্রস্ত মানুষদের কিডনি বিক্রিতে উৎসাহিত করত। এভাবে নিজের স্ত্রীসহ অনেকের কিডনি ঢাকার আশরাফ নামে এক লোকের মাধ্যমে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি দল পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি বলেন, তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর বিকালে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ