‘ক্লিকে’ এক মিনিটেই খোলা যাচ্ছে পদ্মা ব্যাংকের একাউন্ট

গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো একাউন্ট খোলার নতুন পদ্ধতি নিয়ে এসেছে পদ্মা ব্যাংক লিমিটেড। ’পদ্মা ক্লিক’ মোবাইল অ্যাপের মাধ্যমে এক মিনিটে কাগজপত্রের ভোগান্তি ছাড়াই একাউন্ট খুলতে পারছেন গ্রাহকরা।

সম্প্রতি ‘এক মিনিটে একাউন্ট’ নামে দুই দিনব্যাপী একটি ক্যাম্পেইন চালিয়েছে পদ্মা ব্যাংক। রাজধানীর গুলশান-এক ডিএনসিসি মার্কেটে চালানো দুই দিনের এই ক্যাম্পেইনে প্রায় দুইশ একাউন্ট খোলা হয়।

অ্যাপের মাধ্যমে সহজেই একাউন্ট খোলা বিষয়ে গ্রাহকরা জানায়, আজকাল মানুষের প্রতিনিয়ত কর্মব্যস্ততা বাড়ছে। সংসার, ব্যবসা, চাকরিসহ নানা কাজের চাপে যখন তখন ব্যাংকে যাওয়ার সময় নেই। তবে পদ্মা ব্যাংকের নতুন পদ্ধতিতে মুহূর্তেই একাউন্ট খোলার সুবিধা থাকায় গ্রাহকরা উপকৃত হচ্ছে।

অ্যাপের মাধ্যমে ক্যাম্পেইনে স্বল্প সময়ে সহজেই একাউন্ট খুলতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন গ্রাহকরা।

ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের দ্রুত সেবা প্রদানে পদ্মা মোবাইল অ্যাপ সেবাটি যুক্ত করা হয়েছে। পদ্মা মোবাইল অ্যাপের মাধ্যমে- জাতীয় পরিচয়পত্র, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা ব্যবহার করে এক মিনিটেই গ্রাহকদের একটি একাউন্ট খোলা যাচ্ছে। গ্রাহকরা একাউন্ট খুলতে ভোগান্তি পোহাতে না হয় এবং সময়ের অভাবে কেউ একাউন্ট খুলতে যাতে ব্যর্থ না হন এসব বিষয় মাথায় রেখেই সেবাটি চালু করা হয়েছে।

পদ্মা ব্যাংকের এসইভিপি এ্যান্ড হেড অব বিজনেস জাবেদ আমিন বলেন, আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ও গ্রাহকদের আস্থা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের একাউন্ট ওপেনিংয়ে সহজ করতে আমরা পদ্মা মোবাইল অ্যাপ লঞ্চ করেছি। গ্রাহক সাড়াও ভালো পাচ্ছি। এবছর আমাদের মূল টার্গেট হচ্ছে গ্রাহকদের আস্থা ফেরানোর পাশাপাশি লসমেকিং শাখাগুলোকে প্রফিটে নিয়ে যাওয়া ও সমস্ত অফিসারদের প্রোডাক্টিভিটি বাড়ানোয় ফোকাস করা। এই ক্যাম্পেইন বিভিন্ন প্রতিষ্ঠান, শপিংমলে বছরব্যাপী চলবে।

তিনি বলেন, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে পদ্মা ব্যাংক পদ্মা ক্লিক ছাড়াও পদ্মা ডিজি, পদ্মা আই ব্যাংকিং এবং পদ্মা ওয়ালেট নামে চারটি নতুন সফটওয়্যার উন্মোচন করেছে। যার মাধ্যমে গ্রাহকরা যখন-তখন যেকোনো জায়গা থেকে ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ