সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাতের সম্ভাবনা

শীতের আবহ নিভু নিভু। যায় যায় করেও মৃদু ঠান্ডার পরশ নিয়ে ফেব্রুয়ারির শেষ পর্যন্তও টিকে আছে শীত। তবে এবার হয়তো তাকে বিদায় নিতে হবে। কারণ চলতি সপ্তাহের শুরুতেই মৌসুমের প্রথম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই বৃষ্টিপাতের মধ্যদিয়েই হয়তো বিদায় নেবে শীত।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র জানায়, এ মাসের ২৪ ফেব্রুয়ারি থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও চলতি সপ্তাহের প্রতিদিনই শেষ রাতে সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে।

 

টাইমস/এসএন

Share this news on: