করোনাভাইরাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তবে লক্ষণ জেনে রাখা ভালো

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্কিত হওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। সংস্থাটি বলছে, এই মহামারী মূলত চীনে ছড়িয়ে পড়েছে এবং চীনের বাইরের খুব কম সংখ্যক লোকই সংক্রামিত হয়েছেন, তাই এখনি অতিরিক্ত ঘাবড়ে যাওয়ার মতো কিছু ঘটেনি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা শনিবারের হিসাব অনুযায়ী ২৩৪৫ জন। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৬২৮৮ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবস্থাপনার পরিচালক বলছেন, করোনাভাইরাস সংক্রমণ চীনের বাইরে এখন আর নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে না।

সংস্থাটি আরও বলেছে যে, সংক্রমণের মৃত্যুর হার প্রায় ২%, যা অন্যান্য গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিন্ড্রোম (সার্স) বা মধ্য প্রাচ্যের রেসপিরেটরি সিনড্রোম (মার্স) এর চেয়ে কম মারাত্মক।

ডাব্লুএইচও কর্মকর্তারা মনে করেন না যে, সংক্রমণের নতুন ঝুঁকি এড়াতে জাপানের করোনাভাইরাস আক্রান্ত ডায়মন্ড প্রিন্সেসের মতো অন্যান্য ক্রুজগুলিও থামানো উচিত।

‌‘পরিস্থিতি আনুপাতিকভাবে গ্রহণ করা উচিত। হঠকারী পদক্ষেপ এ ক্ষেত্রে সাহায্য করতে পারে না’ জেনেভাতে ডাব্লুএইচওর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস সাংবাদিকদের এ কথা বলেন।

চলুন জেনে নিই, করোনা ভাইরাস সংক্রামণের লক্ষণ-

উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালের গবেষকরা জানিয়েছেন, জ্বর কোভিড১৯-এর সবচেয়ে সাধারণ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে-

  • শুষ্ক কাশি।
  • অবসাদ/ ক্লান্তি।
  • পেশী ব্যথা।
  • শ্বাস নিতে অসুবিধা।
  • মাথা ও গলা ব্যথার মতো সাধারণ ঠান্ডা লক্ষণ।

যেহেতু এগুলি সাধারণ সর্দি-কাশির লক্ষণ তাই কোনো লক্ষণ দেখা দিলেই ঘাবড়ে যাবার কিছু নেই। আপনি যদি এই লক্ষণগুলির কোনো একটির মুখোমুখি হয়ে থাকেন, তবে উচিৎ অন্যদের থেকে আলাদা হওয়া এবং ডাক্তারের পরামর্শ নেয়া।

এবার জেনে নিই, করোনাভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ নেয়া উচিৎ-

  • নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন।
  • যখনই কাশি বা হাঁচি দিচ্ছেন তখন নাক ও মুখ রুমাল বা টিস্যু দিয়ে ঢেকে রাখুন। টিস্যুটি ব্যবহারের সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট স্থানে ফেলে দিন এবং হাত ধুয়ে ফেলুন।
  • খুব বেশি লোক সমাগম হয় এমন স্থান হতে দূরত্ব বজায় রাখুন।
  • চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে এড়িয়ে চলুন, কারণ আপনার হাতের পৃষ্ঠগুলি ভাইরাসের দ্বারা দূষিত হতে পারে।
  • লোকাকীর্ণ স্থানে মাস্ক পরিধান করতে পারেন।
  • মাংস ভালোভাবে সেদ্ধ করুন।
  • পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলুন। তথ্যসূত্র: এনডিটিভ

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024