ভেঙ্গে পড়ল ভারতীয় প্রশিক্ষণ বিমান মিগ-২৯কে

ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকাশ থেকে ভেঙ্গে পড়েছে। তবে এ ঘটনায় দুই পাইলটের কেউই আহত হননি। ভারতের গোয়ার ভাস্কোতে অবস্থিত আইএনএস হংস বেস থেকে প্রশিক্ষণ বিমানটি উড়েছিল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার প্রশিক্ষণ দেয়ার সময় ভারতীয় নৌ-বাহিনীর মিগ ২৯-কে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। কিন্তু বিমানটির পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব অক্ষত রয়েছেন।

ভারতীয় নৌ-বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে পাখির ঝাঁকের সঙ্গে বিমানের ধাক্কা লাগে। এতে মুহূর্তেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে বিমানটি একটি বিস্তীর্ণ মাঠের মধ্যে গিয়ে আছড়ে পড়ে। এ ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে ভারতীয় নৌ-বাহিনী কর্তৃপক্ষ।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ