চুক্তি সাক্ষর করেছে মেঘনা ইকোনমিক জোন ও সাকাটা ইনক্স

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের সঙ্গে সাকাটা ইনক্স (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড তরল কালি তৈরী সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করেছে।

মেঘনা গ্রুপের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন পরিচালক তানভীর আহম্মেদ মোস্তফা ও সাকাটা লিমিটেডের পক্ষে চেয়ারম্যান ভি কে শেঠ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সাকাটার তৈরী কালি ফ্লেক্সিবল প্যাকেজিং প্রিন্টিংয়ে ব্যবহার করা হবে। প্রস্তুত করা কালি দেশের চাহিদা পূরনে অগ্রণী ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সাকাটা ইনক্স বিশ্বের কালি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: