আগামীতে আরও বিশ্বকাপ জয়ের প্রত্যাশা আকবরের

আগামীতে আরও বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী।

রোববার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা করেন। এতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়ের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আকবর আলী বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি সেজন্য সকলে সাপোর্ট করবেন। আমাদের বিশ্বকাপ জয়টা শেষ নয়, এটা যেন শুরু হয় সেজন্যও দোয়া কামনা করছি।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আসিব আহসান, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সেকেন্দার আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফীসহ অন্যরা।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ছাড়াও জাতীয় যুব সংহতি রংপুর মহানগর শাখা, বাংলার চোখ সাংস্কৃতিক সামাজিক সংগঠন, আমরাই পারি সামাজিক সংগঠন, জেলা দোকান মালিক সমিতি, মহানগর দোকান মালিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা আকবর ও হৃদয়কে সংবর্ধনা দেয়।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরের দুই কৃতি খেলোয়াড়কে আর্থিক সম্মাননা প্রদানসহ তাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স ও পানির বিল আজীবনের জন্য মওকুফ করার ঘোষণা দেন। এছাড়া প্রতি মাসে আকবর আলী ও মুহতাসিন আহমেদ হৃদয়কে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০০০ হাজার টাকা করে সম্মানি প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।

পরে স্থানীয় বেতার ও টেলিভিশনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 


টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জীবন বাঁচাতে রাফা ছেড়েছেন ৮ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ May 19, 2024
img
পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী May 19, 2024
img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন : আজ মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী May 19, 2024
img
বেরিয়ে এলো জুজুৎসুর নিউটনের ‘ভয়ংকর’ যৌন নিপীড়নের তথ্য May 19, 2024
img
চেন্নাইকে বিদায় করে টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে বেঙ্গালুরু May 19, 2024
img
রাসায়নিক খাতের উন্নয়নে দেশেই কারখানা তৈরি করতে চান ব্যবসায়ীরা May 19, 2024
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024