গুঞ্জনের মধ্যেই মাহাথিরের পদত্যাগ

মালয়েশিয়ায় নতুন সরকারি জোট গঠন করা হবে এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সোমবার দুপুরে তিনি তার পদত্যাগপত্র মালয়েশিয়ার রাজার কাছে পাঠিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়।

এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির রাজার কাছে নিজের পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন ৯৪ বছর বয়সী মাহাথির।

রয়টার্স জানায়, নতুন সরকারি জোট গঠনের ব্যাপারে ক্ষমতাসীন জোট ও বিরোধীদলের বৈঠকের পর গত এক সপ্তাহ ধরে চলছিল নানা গুঞ্জন। বৈঠকে ৯৪ বছর বয়সী মাহাথিরের উত্তরসূরি বলে বিবেচিত আনোয়ার ইব্রাহিমকে বাদ রেখে নতুন সরকার গঠনের কথাবার্তা হয়েছে। তবে অন্যান্য দলের সহায়তায় মাহাথির নতুন সরকারি জোট গঠন করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

কিন্তু মাহাথিরের দল মালয়েশিয়ান ইউনাইটেড ইনডাইজেনিয়াস পার্টি ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে গেছে বলে দলটির সভাপতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন ফেসবুকে জানিয়েছেন।

এর আগে আনোয়ার ইব্রাহিম অভিযোগ করেন, মাহাথিরের দল ও তার দল পিপলস জাস্টিস পার্টির কিছু ‘বিশ্বাসঘাতক’ মিলে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) সঙ্গে নতুন সরকার গঠনের ষড়যন্ত্র করছে।

রয়টার্স জানিয়েছে, নতুন জোট গঠনের লক্ষ্যে মাহাথিরের দল ও আনোয়ারের দলের কিছু সদস্য ইউএমএনও এবং মালয়েশিয়ান ইসলামিক পার্টির সঙ্গে সাক্ষাৎ করেছে। ধারণা করা হচ্ছে, মাহাথির মোহাম্মদই নতুন জোটের প্রধান হবেন।

২০১৮ সালে ঘুষের অভিযোগে ইউএমএনও দলকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছিল। পরে একই বছর জাতীয় নির্বাচনে জোট সরকারের প্রধান হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। এই জোটের বৃহত্তম দলটির প্রধান হলেন আনোয়ার ইব্রাহিম।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ