দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি নেই

করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় এরই মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও অন্তত ৮৯৩ জন। কিন্তু এসব আক্রান্তদের মধ্যে কোনো বাংলাদেশী নেই বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি দূতাবাস।

দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ সম্বলিত একটি ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশি ভাই-বোনেরা সুস্থ রয়েছেন। কোনো বাংলাদেশি নাগরিক এ রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি সকল প্রবাসী নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, কারো যদি করোনাভাইরাসের রোগের কোনো লক্ষণ শরীরে দেখা দেয়, তবে দেরি না করে কল সেন্টারের ১৩৩৯ নম্বরে এবং স্থানীয় হাসপাতালে যোগাযোগ করুন। কোনো ভাবেই আতঙ্কিত হবেন না। হটলাইন নম্বর: ০১০২৮৮১৪০৫৬। এছাড়া কেউ চাইলে ডাকযোগেও এ সেবা নিতে পারবেন বলে জানান রাষ্ট্রদূত।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: