দিল্লিতে মুসলিমদের বেছে বেছে হামলার অভিযোগ

ভারতের রাজধানী দিল্লিতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভে এ পর্যন্ত একজন পুলিশসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। ওই আইনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সোমবার থেকে শুরু হওয়া এ সংঘর্ষে আহত হয়েছে শতাধিক লোক। দিল্লিতে গত কয়েক দশকে এরকম সহিংসতা আর দেখা যায়নি। খবর বিবিসি

খবরে জানা গেছে, সহিংস বিক্ষোভে উত্তর-পূর্ব দিল্লির বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয়া হয়েছে এবং কিছু এলাকা সহিংসতার ফলে যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে।

এলাকার মুসলিমরা বলছেন- সোমবার রাতে মুসলিমদের ওপর বেছে বেছে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাদের জয় শ্রী রাম ধ্বনি দিতে বলে মারধর করেছে। তারা বলছেন, প্রশাসন তাদের পক্ষে না থাকায় তাদের মনে ভয় ঢুকে গেছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ