বগুড়ায় ধানক্ষেতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিরিন সুলতানা (২৪)। বুধবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার আচলাইয়ের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।

নিহত শিরিন সুলতানা একই উপজেলা নয়াপাড়ার সেকেন্দার আলীর মেয়ে ও মামুন মিয়ার স্ত্রী।

অভিযোগ উঠেছে, যৌতুক না দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামীসহ নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সকালে ধানক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যৌতুক না দেওয়ায় মামুন তার স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে প্রায়ই ঝগড়া হত। কয়েকবার বিচার-সালিশও হয়েছে। এর জেরে শ্বশুরবাড়ির লোকজন রাতে শিরিনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি বলেন, সকালে পুলিশ গিয়ে শিরিনার স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকজন কাউকে পায়নি। তাদের বাড়িঘর তালাবদ্ধ রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: