যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো।
শনিবার (৩রা জানুয়ারি) রাতে এই আটকের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি ঘোষণা করেন, ভেনিজুয়েলার স্বাধীনতার সময় অবশেষে এসে গেছে। ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী উল্লেখ করেন, মাদুরোকে এখন তার কৃতকর্মের জন্য আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
মাচাদো তার চিঠিতে বলেন, ভেনিজুয়েলান এবং অন্যান্য দেশের নাগরিকদের বিরুদ্ধে করা নৃশংস অপরাধের জন্য মাদুরো দায়ী। আলোচনার মাধ্যমে কোনো সমাধান মেনে না নেওয়ায় মার্কিন সরকার আইন প্রয়োগের প্রতিশ্রুতি রক্ষা করেছে।
এখন দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা, রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং প্রবাসে থাকা সন্তানদের দেশে ফিরিয়ে আনার সময় এসেছে। তিনি বলেন, আমরা বছরের পর বছর লড়াই করেছি, সর্বস্ব দিয়েছি এবং তা সার্থক হয়েছে। যা হওয়ার কথা ছিল, আজ তাই ঘটছে।
চিঠিতে তিনি গত ২৮ জুনের নির্বাচনে জয়ী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে অবিলম্বে সাংবিধানিক ম্যান্ডেট গ্রহণ করার আহ্বান জানান। একইসাথে সশস্ত্র বাহিনীর সকল কর্মকর্তা ও সৈন্যদের উদ্দেশ্যে তিনি উরুতিয়াকে বৈধ কমান্ডার-ইন-চিফ হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ করেন।
মাচাদো বলেন, আজ আমরা আমাদের ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত। গণতান্ত্রিক রূপান্তর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ, সক্রিয় এবং সংগঠিত থাকার নির্দেশ দেন তিনি। দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভেনিজুয়েলানকে নতুন দেশ গড়ার কাজে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভেনিজুয়েলা মুক্ত হবে এবং সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে শেষ পর্যন্ত তারা এগিয়ে যাবেন।
সূত্র: সিবিএস নিউজ
পিএ/ এসএন