পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তবে হঠাৎ করে পদত্যাগ করার কোনো কারণ দেখাননি তিনি। সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জিম ইয়ং কিমের পদত্যাগ ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তিনি ২০১২ সালের জুলাই থেকে প্রায় ছয় বছর ধরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।

প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ২০১৭ সালের ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হন জিম। সে অনুযায়ী, ৫৯ বছর বয়সী জিমের এই দফার মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।

বিশ্বব্যাংকের মতো একটি অসাধারণ প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারাটা তাঁর জন্য অসামান্য সম্মানের ব্যাপার বলে এক বিবৃতিতে জানিয়েছেন জিম।

জিমের স্থলে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা।

 

টাইমস/এইচইউ

Share this news on: