ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির ক্ষমতার দৃশ্যপট দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা এডমুন্ডো গঞ্জালেজ বলেছেন, ২০২৪ সালের নির্বাচনের রায় মেনে তাকে যেন ক্ষমতায় বসানো হয়।
সপ্তাহান্তে মার্কিন অভিযানে নিকোলাস মাদুরোকে আটকের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও বার্তায় গঞ্জালেজ এই আহ্বান জানান। অনেক পর্যবেক্ষকই গঞ্জালেজকে ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনের প্রকৃত বিজয়ী বলে মনে করেন।
ভিডিও বার্তায় গঞ্জালেজ বলেন, গত কয়েকদিনের ঘটনা ভেনেজুয়েলার সাম্প্রতিক ইতিহাসে একটি সন্ধিক্ষণ বা টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটাই যথেষ্ট নয়।
মাদুরোর নাম উল্লেখ না করে তাকে 'ক্ষমতা দখলকারী' আখ্যা দিয়ে গঞ্জালেজ বলেন, আজ, যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন তিনি আর ক্ষমতায় নেই এবং বিচারের মুখোমুখি হচ্ছেন। এই ঘটনা একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু আমাদের সামনের মৌলিক কাজগুলোর বিকল্প হতে পারে না।
তিনি দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান, তারা যেন ২০২৪ সালের জুলাই মাসের নির্বাচনের ম্যান্ডেট বা জনাদেশ সমুন্নত রাখে। ভেনেজুয়েলানদের মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তাদের আনুগত্য কোনো ব্যক্তির প্রতি নয়, বরং সংবিধান ও প্রজাতন্ত্রের প্রতি হওয়া উচিত।
সবশেষে গঞ্জালেজ বলেন, ভেনেজুয়েলার এখন প্রয়োজন সত্য, ন্যায়বিচার এবং পুনর্মিলন, যেখানে অপরাধ করে কেউ পার পাবে না।
তথ্যসূত্র- বিবিসি
এসকে/টিকে