আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান।
এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।
এদিকে রিমান্ডে নেওয়ায় সামাজিক মাধ্যমে সুরভীর বয়স নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বলছেন, সুরভীকে আজ ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অথচ জন্ম সনদ অনুযায়ী তার বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। শুনানিতে পুলিশ তার বয়স ২১ বছর দেখিয়ে রিমান্ড আবেদন করে এবং সেই আবেদনের ভিত্তিতেই রিমান্ড মঞ্জুর করা হয়।
শিশু আইন ২০১৩ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কোনো শিশুর বিরুদ্ধে রিমান্ড আবেদন করা বেআইনি, শিশুকে সাধারণ কারাগারে রাখারও বিধান নেই। শিশুকে রাখার কথা শিশু উন্নয়ন কেন্দ্রে, তা-ও নির্দিষ্ট প্রক্রিয়ায়। পরে আরেকটি পোস্টে তিনি একটি জন্মসনদ পোস্ট করেছেন। গাজীপুর সিটি করপোরেশন থেকে ইস্যু করা ওই জন্ম সনদে সুরভীর বয়স ১৭ বছর এক মাস উল্লেখ করা ও ২০০৮ সালে জন্ম লেখা রয়েছে।
সর্বশেষ ডাকসু নির্বাচনে ডাকসুর ভিপি প্রার্থীও ছিলেন। ইমি সুরভীকে নিয়ে বলছেন, তাহরিমা জান্নাত সুরভী আমার ফ্রেন্ডলিস্টে আছে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে। তার কাজকর্ম দেখে কোনোভাবেই তাকে ম্যাচিউর মনে হয়নি, কিন্তু অনেক বেশি আবেগী মনে হয়েছে।
সামাজিক মাধ্যমে সুরভীর বয়স নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা কথা।
ইউটি/টিএ