সিএএ বিরোধী বিক্ষোভ : মেঘালয়ে গুলিতে নিহত ২

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধীতায় ভারতে সহিংসতা ক্রমেই বাড়ছে। রোববার দেশটির মেঘালয় রাজ্যে সিএএ বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এরপরই মেঘালয়ে কারফিউ জারি করা হয়েছে।

জানা গেছে, সিএএ বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মেঘালয়। শনিবার মেঘালয়ের রাজধানী শিলংয়ের ব্যস্ততম মার্কেট বড় বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হন। এসময় হামলায় অন্তত আরও ৯জন আহত হয়।

এছাড়া গত শুক্রবার রাজ্যটির ইন্দো-বাংলাদেশ সীমান্তের কাছে ইছামতি এলাকায় সিএএ বিরোধী সমাবেশে খাসি শিক্ষার্থীদের ইউনিয়ন (কেএসইউ) ও অ-আদিবাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব খাসিপাড়া জেলায় সংঘটিত এ সংঘর্ষে এক ট্যাক্সি চালক নিহত হন।

এদিকে মেঘালয়ের শিলংয়ের জাইয়াও, ল্যাংসিং, সোহরা (চেরাপুঞ্জি), শহরেও সিএএ ইস্যুতে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এসব ঘটনার খবর জানিয়ে পিটিআই বলছে, শনিবার রাতে মেঘালয়ের বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। অনির্দ্রিষ্টকাল পর্যন্ত এই কারফিউ জারি থাকবে।

রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃংখলার অবনতির আশংকায় ছয়টি জেলায় কারফিউ জারি করা হয়েছে। এসব জেলায় মোবাইল ইন্টারনেট ও মেসেজিং পরিষেবা সীমিত করা হয়েছে। সূত্র : পিটিআই ও আনন্দবাজার

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ