ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া করিনা মাচাদো জানিয়েছেন, তিনি ২০২৫ সালের অক্টোবরের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেননি।
মাচাদো বলেন, ‘আসলে আমি ১০ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলাম, ঠিক সেই দিন যখন নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।’
তিনি এই পুরস্কার পান সেই লড়াইয়ের জন্য, যা নরওয়েজিয়ান নোবেল কমিটি গণতন্ত্রের পক্ষে সংগ্রাম হিসেবে উল্লেখ করেছে।
মাচাদো - যাকে এখন প্রায়শই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় - গত মাসে পুরস্কার গ্রহণ করতে নরওয়েতে যাত্রা করেছিলেন এবং তখন থেকে দেশে ফিরেননি।
ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা সম্পর্কে ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।’
এই সাক্ষাৎকারটি মাচাদোর প্রথম সাক্ষাৎকার, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের শনিবারের হামলার পর এবং দেশের প্রেসিডেন্টকে আটক করার পর নেওয়া হয়েছে।
তিনি মার্কিন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি মানবতার, স্বাধীনতা এবং জনগণের মর্যাদার জন্য একটি বিশাল পদক্ষেপ।’
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রড্রিগেজ সোমবার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন, তবে ভবিষ্যত নেতৃত্ব নিয়ে অনেকে সন্দিহান।
শনিবার ট্রাম্প মাচাদোর সঙ্গে কাজ করার বিষয়ে ভাবার বিষয়ে খারিজ করে বলেন, ‘দেশের মধ্যে তার কোনো সমর্থন বা সম্মান নেই।’
পিএ/টিকে