ডেলসি রদ্রিগেস ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অজ্ঞাত ড্রোন উড়ার সময় সেগুলোকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।
মার্কিন সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার দুই দিন পর স্থানীয় সময় সোমবার রাতে ঘটনাটি ঘটেছে, একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক এক বার্তা সংস্থা।
ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ ওই সূত্র জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
মাদুরোর অনুপস্থিতিতে তার ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেস অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী কারাকাসের কেন্দ্রস্থলে মিরাফ্লোরেস প্রাসাদের উপর দিয়ে অজ্ঞাত কয়েকটি ড্রোন উড়ে যায়। প্রাসাদের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ওই ড্রোনগুলো লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাস করা কারাকাসের এক বাসিন্দা জানান, প্রায় এক মিনিট ধরে গুলিবর্ষিত হয়েছে। গুলির শব্দে চারদিক প্রকম্পিত হলেও সেটি শনিবার ভোররাতে চালানো মার্কিন বাহিনীর হামলার মতো তীব্র ছিল না।
পরিচয় না প্রকাশ করার শর্তে তিনি বলেন, “প্রথমেই যা মনে আসে তা হল আকাশে কোনো বিমান উড়ছে কি না, কিন্তু কিছু ছিল না। অন্ধকার আকাশে শুধু দুটি লাল আলো দেখলাম। আশপাশের সবাই তাদের জানালা দিয়ে উপরের দিকে তাকাচ্ছিল, দেখছিল কোনো বিমান আছে কি না আর ঘটনা বোঝার চেষ্টা করছিল।”
ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলো দেখে সেগুলো রাতের আকাশে ছোড়া ট্রেসার গুলি বলে মনে হয়েছে, জানিয়েছেন বিশ্লেষকরা।
ভিডিওতে দেখা গেছে, গুলির ঘটনার পর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য জড়ো হচ্ছেন।
আরআই/টিকে