চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই জনের প্রাণহানি

চট্টগ্রামের হালিশহরে অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় বেশ কিছু ঘর পুড়ে গেছে।

রোববার রাত দেড়টার দিকে হালিশহরের বড়পুল এলাকা হাজী জহিরুল ইসলামের সেমিপাকা কলোনিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা এলাকার মোহন (৩৫) ও চাঁদপুরের কচুয়া এলাকার জাকির হোসেন (৩৫)। এ ঘটনায় কবির হোসেন নামে আরও একজন দগ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফরিদ আহমেদ বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের আসলে আমরা ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করি। তাদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরেকজন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই কলোনিতে একটি সরু চলাচল পথের দুই পাশে অনেকগুলো সেমিপাকা ঘর ছিল। ওই ঘরগুলোতে ব্যাচেলররা থাকতেন। আগুন লাগার পর অনেকে বের হয়ে যেতে পারলেও তিন জন আটকা পড়েন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এটি নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখছি। এখনও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ