ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসকে তুলে নেওয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন। খবর আনাদলু এজেন্সির।
রবিবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে এনেছে, সেরকম অপারেশন অন্যান্য বিশ্বনেতাদের বিরুদ্ধেও কল্পনা করা যায়।
এ প্রসঙ্গে তিনি জার্মান চ্যান্সেলর মেৎসের নাম উল্লেখ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে তিনি বলেন, ‘নব্য নাৎসি মেৎসকে অপহরণ চলমান ঘটনাপ্রবাহের এই উৎসবে এক দারুণ সংযোজন হতে পারে।’
তার দাবি, এই বিষয়টি মোটেই অবাস্তব নয়। কারণ জার্মানিতেই ফ্রিডরিখ মেৎসের বিরুদ্ধে বিচার করার মতো অভিযোগ আছে।
মেদভেদেভের ভাষায়, ‘তাই তাকে হারালে তেমন ক্ষতি হবে না, বরং নাগরিকদের অকারণ কষ্ট কমবে।’
এদিকে তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বার্লিন। জার্মানি বলছে, এমন বক্তব্য শুধু উসকানিমূলকই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সোমবার বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে জার্মান সরকারি মুখপাত্র সেবাস্টিয়ান হিলে বলেন, ‘আপনারা যেমন ইচ্ছে কল্পনা করতে পারেন, আমরা এসব মন্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য করেছি।
এবং স্বাভাবিকভাবেই এ ধরনের কথা ও হুমকিকে ফেডারেল সরকার সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানায়।’ তিনি আরো জানান, রুশ হুমকির পরও চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘অত্যন্ত সুরক্ষিত ও নিরাপদ’ রয়েছেন।
গত শনিবার সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলা থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। বর্তমানে মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে মামলার কার্যক্রম চলছে।
কেএন/টিকে