ইলিশ ধরায় ভোলায় ১১ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ভোলায় ১১ জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে মেঘনা নদীর ভোলার খাল পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম তাদের কারাদণ্ড দেন।

একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় জব্দ করা হয় চার হাজার মিটার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশ ও দুইটি নৌকা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোহাগ, শাকিব, মাইনুদ্দিন, কবির, মনির, পারভেজ, ফারুক, নুরুন্নবী, সজিব, রাসেল ও মাসুম।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীতে যায়। ওই সময় ভোলার খাল পয়েন্ট থেকে ১১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: