সৌদি আরব ও আবুধাবি থেকে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে মোট ১১ হাজার ৮৬৩ কোটি ৮ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ পঞ্জিকাবর্ষে ইস্টার্ন রিফাইনারী লিমিটেডে (ইআরএল) প্রক্রিয়াকরণের জন্য আবুধাবির আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি থেকে ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫ হাজার ৫৪২ কোটি ৮৬ লাখ টাকা।
এছাড়া ২০২৬ পঞ্জিকাবর্ষে ইস্টার্ন রিফাইনারী লিমিটেডে (ইআরএল) প্রক্রিয়াকরণের জন্য সৌদি আরবের সৌদি আরবীয়ান ওয়েল কোম্পানি (সৌদি আরামকো) থেকে ৮ লাখ মেট্রিক টন আরবীয়ান লাইট ক্রুড গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬ হাজার ৩২০ কোটি ২২ লাখ টাকা।
সভায় অপরিশোধিত জ্বালানি তেল ছাড়াও মসুর ডাল, সার, সয়াবিন তেল ও পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এমআই/এসএন