এক মাসেই সড়কে ৫৩৪ জনের প্রাণহানি

আঁতকে ওঠার মত খবর! এমন খবর দেখে যদি হৃদস্পন্দন থমকে যায়, তবুও অবাক হওয়ার কিছু নেই। ভাবতে পারেন, এক মাসেই সড়ক দুর্ঘটনায় সারা দেশে প্রায় সাড়ে পাঁচশ মানুষের প্রাণহানি ঘটেছে। হ্যা ঘটেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের হিসেব এটা।

সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে সারাদেশের সড়ক, নৌ ও রেলপথে সংঘটিত দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত হয়েছেন। পৃথক পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ২৬৯ জন।

এর মধ্যে রেলপথে ৫৬টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। নৌ-পথে নয়টি দুর্ঘটনায় ৪০ জন নিহত, ৫৬ জন আহত ও ৬৪ জন নিখোঁজ হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সড়কে সংঘটিত দুর্ঘটনার ১৫.৭৫ শতাংশ বাস, ২৭.৯৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৪.৩০ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৮.১৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২০.৯৫ শতাংশ মোটরসাইকেল, ১০.৫৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ১২.৩৩ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্র-ট্রাক্টর ও লেগুনা মাধ্যমে হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: