মার্চেই বজ্র-শিলাবৃষ্টি ও আগাম কালবৈশাখী ঝড়

বৈশাখ আসতে প্রায় দেড় মাস বাকি। কাগজে কলমে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনারও দেরি থাকার কথা। কিন্তু প্রকৃতি বিরূপ। জলবায়ুর পরিবর্তনের ফলে আগেভাগেই শুরু হতে পারে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি আগেই শুরু হয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি এমনই তথ্য দিয়েছে।

বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, চলতি মার্চ মাসেই সারাদেশে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে আগাম কালবৈশাখীর তাণ্ডব তো আছেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। এসব এলাকায় মাঝারি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া দেশের অন্যান্য স্থানে তিন থেকে চারদিন বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। তবে কালবৈশাখীর তাণ্ডব হবে মাঝারি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকলেও মাসের শেষদিকে তাপমাত্রা বাড়তে পারে। দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলেও ওপর দিয়ে মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসব এলাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বাড়তে পারে।

এমনকি মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: