প্রায় ১৪ বছর পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে আগামী ৩০ মার্চ পর্যন্ত তিন মাসের জন্য সপ্তাহে দুইটি করে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত আকাশপথ ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে।
বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি যাতায়াতের ব্যবস্থা না থাকায় ভ্রমণকারীরা মূলত দুবাই বা দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিমানের কর্মকর্তারা জানান, দীর্ঘ কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার পর এই উদ্যোগ সফল হয়েছে, যার ফলে ২০১২ সালের পর প্রথমবারের মতো ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান চলাচল খাতের বিশেষজ্ঞরা মনে করেন, ঢাকা-করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই সরাসরি যোগাযোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরালো করবে।
ইউটি/টিএ