২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও নিরাপত্তা ইস্যুতে আজ বিকেল ৪টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সেখানে যাচ্ছেন না। পরিবর্তে বিসিবির শীর্ষ পরিচালকরা আজ বিকেলেই তার সঙ্গে দেখা করতে আইন মন্ত্রণালয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান সমন্বয়ের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বিসিবি ই-মেইলের মাধ্যমে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে কোনোভাবেই ভারতে আগামী মাসের বিশ্বকাপে অংশ নিতে চায় না বাংলাদেশ দল।
বিকল্প হিসেবে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেয় বোর্ড।
ওই চিঠির জবাবে আইসিসি বিসিবির কাছে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উত্থাপিত আশঙ্কার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’
কেএন/এসএন