শেরপুরে শ্রীবরদীর বালিজুড়ি পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী ওরফে বাটালু (৬৫) শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামের কালাই শেখের ছেলে।
বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে আহমেদ আলী ও তার সঙ্গে আরেকজন বালিজুড়ি পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য গেলে তারা বন্যহাতির মুখোমুখি হন।
এসময় বন্যহাতির আক্রমণের শিকার হন আহমেদ আলী। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘প্রায় ৪/৫ মাস যাবত বন্যহাতি একটি দল বালিজুড়ি পাহাড়ে অবস্থান করছে। সম্প্রতি হাতির বাচ্চা প্রসব হয়েছে।
যে কারণে হাতির দল উন্মত্ত অবস্থায় রয়েছে। লোকজনকে আমরা হাতির কাছাকাছি না যাওয়া জন্য সতর্ক করে আসছি।’
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আহমেদ আলীর মৃত্যু নিয়ে কেউ কেউ বলছেন হাতি তাকে শুড়ে পেঁচিয়ে গাছের সঙ্গে আছাড় দিলে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু ঘটে।
আবার কেউ কেউ বলছেন, হাতির ভয়ে দৌড় দিলে গাছের সঙ্গে লেগে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু ঘটেছে।’
টিজে/এসএন