জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ ও শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদে চলছে হাড্ডা হাড্ডি লড়াই।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটা পর্যন্ত ১৪ কেন্দ্রের ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত একেএম রাকিবের তুলনায় ২৪৯ ভোটে পিছিয়ে আছেন। তবে এখনো ২৩ কেন্দ্রের ফলাফল বাকি আছে।
১৪ কেন্দ্রে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ১৬৭৩ ভোট ও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট।
এদিকে জিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরার তুলনায় শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন। ১৪ কেন্দ্রে খাদিজার ভোটের পরিমাণ ৭৯৩। অন্যদিকে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৬১২ ভোট।
অন্যদিকে এজিএস পদেও চলছে ভোটের যুদ্ধ। শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের মধ্যে ভোটের পার্থক্য ১৬৯ ভোট। এ পদে শিবির সমর্থিত প্যানেলর প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১৪৬৬ ভোট ও ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৫৮ ভোট।
প্রসঙ্গত, গতকাল বিকেল ৩ ঘটিকায় ভোটগ্রহণ শেষ হলেও সন্ধ্যার পর ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হলে কারিগরি ত্রুটির কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে রাত দেড়টার দিকে আবার ভোট গণনা শুরু হয়। সেই রাত থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ১৪টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়।
এসএন