জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ১৮টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলামের চেয়ে ২৫ ভোটে এগিয়ে আছেন। তার মোট ভোট ২১৫৪।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ১৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
ঘোষিত ফলাফলে বিভিন্ন পদে এগিয়ে যারা:
ভিপি
রিয়াজুল ইসলাম (শিবির) ২১২৯
একে এম রাকিব (ছাত্রদল) ২১৫৪
ব্যবধান ২৫
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে আছেন।
জিএস
আব্দুল আলিম (শিবির) ২২২১
খাদিজাতুল কোবরা (ছাত্রদল) ৯৬১
ব্যবধান ১২৬০
শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এগিয়ে আছেন।
এজিএস
মাসুদ রানা (শিবির) ১৯৬৫
তানজিল (ছাত্রদল) ১৬৪১
ব্যবধান ৩২৪
শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী এগিয়ে আছেন।
দীর্ঘ ৩৮ বছর পর মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।
নির্বাচন কমিশন সূত্রমতে, হল সংসদে ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। পরে সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর টেকনিক্যাল কারণে তা বন্ধ হয়ে যায়। পরে আবারও শুরু হয় গণনা।
আইকে/টিএ