বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে আবু বকর হত্যাচেষ্টার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাতে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোডে আবু বকরকে হত্যার উদ্দেশে কুপিয়ে ও পিটিয়ে জখম করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে গত ২০২৪ সালের ১১ আগস্ট ৭৩ জনকে আসামি করে মামলা করেন।
ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করার পর বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার সন্দেহভাজন আসামি।
এমকে/টিএ