নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় এক কোটি ২৫ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। গত মঙ্গলবার রাতে কোস্ট গার্ড ফতুল্লা থানাধীন পাগলা বাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালসহ তাঁকে আটক করে।
গতকাল বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি বালুর ট্রাক তল্লাশি করে প্রায় এক কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫২০ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি, মেহেদি, চকোলেট, বালু, ট্রাকসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মাল বংশাল সার্কেল কাস্টমসে পাঠানো হয়েছে। পাচারকাজে ব্যবহূত ট্রাক ও আটক হওয়া পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।’
এসএস/টিএ