সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিংগাইর পৌর শহরে অভিযান চালিয়ে এই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিংগাইর পৌর শহরে অবস্থিত এলপিজি গ্যাসের ডিলার মেসার্স মিলেনিয়াম ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী সাইদুর রহমান বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিল। এমন অভিযোগে বুধবার বিকেলে ওই প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগের সত্যতা পেয়ে এলপিজি গ্যাসের ডিলার মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ৫০ হাজার ও খুচরা ব্যবসায়ী সাইদুর রহমানেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই দিনে উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থা স্থিতিশীলতা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া এদিন সিংগাইর পৌর বাজারের ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকানপাট অপসারণ করা হয় বলে জানান তিনি।
এসএস/টিএ