গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামে লাগা ভয়াবহ আগুন প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওলিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর ও চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে গুদামে থাকা ঝুট পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
এবি/টিকে